Hijama Health Center trial, hijama health center in kishoreganj |
Hijama Health Center trial, hijama health center in kishoreganj
বাত জনিত ব্যাথা এবং অন্যান্য জটিল রোগের জন্য হিজামা কাপিং থেরাপি খুবই আরামদায়ক ও দ্রুত আরোগ্য লাভ হয়।
আমরা মানুষ আর মানুষ সাভাবিকভাবে রোগে আক্রান্ত হবেই এটা আমাদের সকলেরেই জানা আর আমরা ভিবিন্ন সময় ভিবিন্ন রোগে আক্রান্ত হয়েই থাকি,যেমনঃব্যাক পেইন, উচ্চ রক্তচাপ, পায়ে ব্যথা, হাঁটুর ব্যথা, মাথা ব্যথা (মাইগ্রেন), ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, জয়েন্টে ব্যথা, আর্থ্রাইটিজ, জাদু, বাত, ঘুমের ব্যাঘাত, থাইরয়েড ব্যাঘাত, জ্ঞান এবং স্মৃতিশক্তিহীনতা, ত্বকের বর্জ্য পরিষ্কার, অতিরিক্ত স্রাব নিঃসরণ বন্ধ করা, অর্শ, অণ্ডকোষ ফোলা, পাঁচড়া, ফোঁড়া ইত্যাদি এছাড়া আরো অনেক রোগ রয়েছে যা আমাদের অজানা।সুতরাং সকল রোগের বিভিন্ন প্রকার চিকিৎসা রয়েছে তার মধ্য থেকে সবছেয়ে উত্তম এবং দ্রুত ফলাফল দেয় সুন্নতি চিকিৎসা হিজামা কাপিং থেরাপি এ বিষয়ে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের মধ্যেও খুব গুরুত্তের সাথে বলেছেন।হাদিসটি হল,
আবূ হুরায়রাহ থেকে বর্ণিত,
নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বলেন তোমরা যে সকল জিনিস দ্বারা চিকিৎসা করো তার কোনটির মধ্যে উপকার থাকলে তা রক্তমোক্ষণের মধ্যে আছেে।
আর হিজামা লাগালে নবীজীর একটি সুন্নতও আদায় করা হয়,তাই জীবনে একবার হলেও হিজামা লাগানো উচিৎ।আর এখন আগের মত মুখ দিয়ে চুষে হিজামা লাগানো হয়না আধুনিক মেশিনের মাধ্যমে হিজামা লাগানো হয়ে থাকে।তাই কষ্টও কম হয়ে থাকে। (Hijama Health Center trial, hijama health center in kishoreganj)
এখন আমাদের জানতে হবে
হিজামা কি?
হিজামা (Cupping) হল অতি প্রাচীন চিকিৎসাপদ্ধতি।
হিজামা হল আরবী শব্দ যার অর্থ চোষে নেওয়া বা টেনে নেওয়া।
পারিভাষিক অর্থ হলঃহিজামার মাধ্যমে দুষিত রক্তকে বের করে নিয়ে আসা।
চিকিৎসা পদ্ধতি
হিজামা রাসুল (সা.)-এর অন্যতম চিকিৎসাপদ্ধতি। তিনি হিজামার উপকারিতা সম্পর্কে অবহিত করেছেন। উৎসাহিত করেছেন এবং নিজে চিকিৎসা গ্রহণ করেছেন। হিজামার ব্যবহার রাসুল (সা.) ও সাহাবাদের কাছে ব্যাপকভাবে প্রচলিত ছিল। রাসুল (সা.) তার মাথা ব্যথার জন্য, পায়ে, পিঠে, পিঠের ব্যথার জন্য দুই কাঁধের মাঝখানে, ঘাড়ের দুই রগে ও হাড় মচকে গেলে। (বোখারি, হাদিস : ৫৭০০; নাসায়ি, হাদিস : ২৮৫২; আবুদাউদ, হাদিস : ৩৮৫৯)
আনাস (রা.) বর্ণনা করেন, রাসুল (সা.) হিজামা লাগাতেন এবং কারও পারিশ্রমিক কম দিতেন না। (বোখারি, হাদিস : ২২৮০)
হাদিসের কথা
হাদিসে আছে, জাবির বিন আবদুল্লাহ (রা.) অসুস্থ মুকান্নাকে দেখতে যান। এরপর তিনি বলেন, ‘আমি সরবো না, যতক্ষণ না তুমি শিঙা লাগাবে। কেননা আমি রাসুল (সা.)-কে বলতে শুনেছি, নিশ্চয়ই এর (হিজামার) মধ্যে নিরাময় রয়েছে।’ (বোখারি, হাদিস : ৫৬৯৭)
আনাস বিন মালিক (রা.) বলেন, ‘রাসুল (সা.) হিজামা লাগিয়েছেন। আবু তায়বা তাকে হিজামা করেছেন। তিনি তাকে দুই ছা (প্রায় পাঁচ কেজি) খাদ্যদ্রব্য দেওয়ার নির্দেশ দেন এবং তার মালিকদের সঙ্গে আলোচনা করেন। এতে তারা তার ওপর ধার্য করা কর কমিয়ে দেয়। তিনি আরও বলেন, তোমরা যেসব পদ্ধতিতে চিকিৎসা করাও হিজামা সেগুলোর মধ্যে উত্তম ব্যবস্থা অথবা (বলেছেন) এটি তোমাদের ওষুধের মধ্যে অধিক ফলপ্রসূ।’ (মুসলিম, হাদিস : ৩৯৩০)
উত্তম সময়
সাধারণত হিজামার জন্য উত্তম সময় হচ্ছে চান্দ্র মাসের ১৭, ১৯ ও ২১ তারিখ। আনাস বিন মালেক বলেন, রাসুল (সা.) ঘাড়ের দুই পাশের শিরায় এবং ঘাড়ের কাছাকাছি পিঠের ফোলা অংশে হিজামা করাতেন। তিনি মাসের ১৭, ১৯ ও ২১ তারিখে হিজামা করাতেন। (তিরমিজি, হাদিস : ২০৫১, ২০৫৩; আবু দাউদ, হাদিস : ৩৮৬১)
যদি অসুস্থতা বা ব্যথা অনুভূত হয়, তবে নিজের সুবিধামতো হিজামা করানো যাবে। (Hijama Health Center in trial, hijama health center in kishoreganj)
কোন কোন রোগে কার্যকর
ব্যাক পেইন, উচ্চ রক্তচাপ, পায়ে ব্যথা, হাঁটুর ব্যথা, মাথা ব্যথা (মাইগ্রেন), ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, জয়েন্টে ব্যথা, আর্থ্রাইটিজ, জাদু, বাত, ঘুমের ব্যাঘাত, থাইরয়েড ব্যাঘাত, জ্ঞান এবং স্মৃতিশক্তিহীনতা, ত্বকের বর্জ্য পরিষ্কার, অতিরিক্ত স্রাব নিঃসরণ বন্ধ করা, অর্শ, অণ্ডকোষ ফোলা, পাঁচড়া, ফোঁড়া ইত্যাদি প্রতিরোধ হয়।
হিজামা লাগানোর মূল ঠিকানাঃ
আমলিতলা (মার্কজ মসজিদ সংলগ্ন) বত্রিশ,কিশোরগঞ্জ
অথবা
কলাপাড়া, গাইটাল, কিশোরগঞ্জ। (Hijama Health Center trial, hijama health center in kishoreganj)
যোগাযোগঃ
- 01625054697
- 01714336498
tihes post very nice
ReplyDeletevery nice
ReplyDeleteঅনেক সুন্দর হয়েছে।
ReplyDelete